ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে প্রেমিকাকে রাতভর নির্যাতনের অভিযোগ

প্রকাশিত : ১৫:৪৯, ১৭ মে ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ১৭ মে ২০১৬

ঝিনাইদহ সদরের পোড়াহাটি গ্রামে এক প্রেমিকাকে দঁড়ি দিয়ে বেঁধে রেখে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। বিয়ের দাবি নিয়ে প্রেমিকা তার প্রেমিক বকুল হোসেনর বাড়িতে গেলে তার উপর এ নির্যাতন চালানো হয়। মেয়েটি জানায়, তাকে বিয়ে করবে বলে প্রেমিক বকুল হোসেন তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বকুল তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দিলে গত সোমবার রাতে মেয়েটি বিয়ের দাবি নিয়ে বকুলের বাড়িতে যায়। তখন বকুল ও তার বাড়ির লোকজন মেয়েটিকে দঁড়ি দিয়ে ঘরের খুটির সাথে বেঁধে রাতভর নির্যাতন চালায়। খবর পেয়ে সকালে পুলিশ মেয়েটিকে ওই বাড়ি থেকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি