ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে ঠিকাদারি বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৪

প্রকাশিত : ০৯:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ময়মনসিংহে ঠিকাদারি বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদরের দিঘারকান্দা এলাকায় কাদু চেয়ারম্যানের পুত্র ভুট্টুর সাথে চাচাত ভাই রনির তিতাস গ্যাস অফিসে ঠিকাদারি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শিমুল নামে একজন মারা যায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি