ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যারা বাংলাদেশকে অকার্যকর ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারা ব্যর্থঃ আ জ ম নাছির উদ্দীন

প্রকাশিত : ১৫:৫৭, ১৭ মে ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ১৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন,  যারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে অকার্যকর ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। সোমবার নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন মেয়র। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ ২০২১ সালের পূর্বেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। কোন অপশক্তিই দেশের অগ্রযাত্রা রুখতে পারবেনা। দেশের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষকদের প্রতিও আহ্বান জানান তিনি। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ব শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি