ভূমিকম্প ঝুকির শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম
প্রকাশিত : ২১:৩০, ১৭ মে ২০১৬ | আপডেট: ২২:০৪, ১৭ মে ২০১৬
ভূমিকম্প ঝুকির শীর্ষ ১০ টি দেশের তালিকায়, বাংলাদেশ অন্যতম। কিন্তু, এই দূযোর্গ মোকাবেলায় তেমন কোন অভিজ্ঞতাই নেই। আর, যা প্রস্তুতি আছে তাও যথাযথ নয়।
এই বাস্তবতায়, বড় ক্ষতি এড়াতে সবার মাঝে সচেতনতা বাড়ানোর কোন বিকল্প নেই। রাজধানীর মিরপুরে, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স’ এ মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। যতদূর সম্ভব দূর্বল অবকাঠামো ভেঙ্গে ফেলা সহ নাগরিকদের বিল্ডিং কোড মেনে ভবন নির্মানের বাধ্য করা প্রয়োজন বলেই মত তাদের। পাশাপাশি, উদ্ধার অভিযান পরিচালনায়, সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এবং পারস্পরিক সমন্বয় বাড়নোর পরামর্শ দেন বক্তারা।
আরও পড়ুন