ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুকে হত্যাকারীরা ও স্বাধীনতা বিরোধীরা এক সূত্রে গাঁথা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুকে হত্যাকারীরা আর দেশের স্বাধীনতার বিরোধীতাকারীরা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার বিকেল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে এই আলাচনা সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা সবসময় চেয়েছিলো, এদেশ যেনো স্বাধীন না হয়। এজন্য তারা সব অপকর্ম করেছে।

তিনি বলেন, পরাজিত শক্তিরা ব্যর্থ হয়ে বসে থাকেনি। তাকে জাতির পিতাকে হত্যার ষড়যন্ত্র করে।

তিনি আরও বলেন, ১৫ আগস্টের হত্যাকারীরা আর স্বাধীনতা বিরোধীতাকারীরা একই বৃন্তে ফোটা দুটি ফুল। তারা একই সূত্রে গাঁথা।

আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দও বক্তৃতা করেন।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি