ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বরিশালে হাসপাতালে রোগীর স্বজন, চিকিৎসক ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত ৭

প্রকাশিত : ১১:২৫, ১৮ মে ২০১৬ | আপডেট: ১১:২৫, ১৮ মে ২০১৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন, চিকিৎসক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এসময় দায়িত্বরত চিকিৎসক স্বজনদের বের করে দেয়। এনিয়ে ইন্টার্নি চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে পুলিশ এসে বিষয়টিতে হস্তক্ষেপ করলে চিকিৎসক, রোগীর স্বজন ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। এতে চিকিৎসক ও পুলিশসহ ৭জন আহত হয়। এঘটনায় প্রায় এক ঘন্টা রোগী ভর্তি ও অন্যান্য চিকিৎসা বন্ধ করে বিক্ষোভ করে চিকিৎসকরা। পরে এএসআই মহিউদ্দিনকে বরখাস্ত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি