ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে শিক্ষক নির্যাতন; লজ্জিত জাতি

প্রকাশিত : ১৬:১০, ১৮ মে ২০১৬ | আপডেট: ১৬:১০, ১৮ মে ২০১৬

অপমানে লজ্জায় বিপর্যস্ত নারায়ণগঞ্জ বন্দর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে।  হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষকের কাছে পাঠানো হয়েছে বরখাস্তপত্র। এঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। নিজেই যেন নিজের কাছে এখন মৃত। হাসপাতালে কাটাচ্ছেন অস্তির সময়। কোন কিছুতেই যেন স্বস্তি নেই তার। অসুস্থ প্রধান শিক্ষকের স্ত্রী এ ধরনের অপমানের সুষ্ঠ বিচার দাবি করেন একজনকে শিক্ষককে সংসদ সদস্য এ ধরনের শাস্তি দেয়ার অধিকার আছে কি না তাও নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার ও রাজনৈতিক কর্মী, শিক্ষকসহ বিভিণœ শ্রেনী পেশার মানুষ। নিরপেক্ষভাবে এ ঘটনার তদন্ত হবে কিনা তা নিয়েও সংশয় অনেকের। শিক্ষককে অপমানের খবর প্রচার করায় ক্যাবলে টিভি বন্ধ করে প্রতিবন্ধকতা সৃস্টি করা হচ্ছে বলে মন্তব্য করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাবিব। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়েও বাধার সম্মুখীন হচ্ছেন সংবাদ কর্মীরা। এ বিষয়ে সাংসদ সেলিম ওসমানের সাথে কথা বলতে গেলে তিনি টেলিফোনে বিষয়টিকে তুচ্ছ ঘটনা বলে মন্তব্য করেন। ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের গুজবে শ্রুক্রবার স্কুলের প্রধান শিক্ষককে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান কান ধরে ওঠবস করান।  তবে অভিযোগ সম্পর্কে কিছুই জানেননা ম্যানেজিং কমিটিসহ স্কুলের শিক্ষকেরা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এদিকে নারায়ণগঞ্জে প্রধান শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি