ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারায়নগঞ্জে প্রধান শিক্ষককে লাঞ্জিত করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ১৯:১৯, ১৯ মে ২০১৬ | আপডেট: ১৯:৩৬, ১৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

নারায়নগঞ্জে এক প্রধান শিক্ষককে লাঞ্জিত করার প্রতিবাদে ও স্থানীয় সাংসদ সেলিম ওসমানের বিচারের দাবীতে আজ  মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বুধবার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদল্যায়ের শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেবেন। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন হবে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়নগঞ্জে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরিয়ে উঠ-বস করায় স্থায়ীয় সাংসদ সেলিম ওসমান। দেশজুড়ে এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবীতে নানা কর্মসূচী পালন করছে শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন সংগঠন
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি