ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আসলাম চৌধুরী হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ার কারণ জানতে অনুসন্ধানে নেমেছে দুদক

প্রকাশিত : ১৯:০৬, ১৯ মে ২০১৬ | আপডেট: ১৯:০৬, ১৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

বিএনপি নেতা আসলাম চৌধুরী হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ার নেপথ্য কারণ জানতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে পানির দরে রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান কেনার অভিযোগও মিলেছে। দুদক সচিব আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন এসব তথ্য। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেনদি এন সাফাদির সাথে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীর সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। অবৈধভাবে আসলাম চৌধুরী শত শত কোটি টাকার মালিক বনে গেছেন বলে অভিযোগ এসেছে দুদকের কাছে। এর পরই সিদ্ধান্ত হয়েছে অনুসন্ধানের। আসলাম চৌধুরীর সম্পদ অর্জন নিয়ে কি ধরণের অভিযোগ মিলেছে সে বিষয়েও কথা বলেন তিনি। গত রোববার সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গ্রেপ্তার হন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ৭ দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি