ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিক্ষক হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তার শিবির নেতার মৃত্যু

প্রকাশিত : ১৯:৩৪, ১৯ মে ২০১৬ | আপডেট: ১৯:৩৪, ১৯ মে ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তার শিবির নেতা হাফিজুর রহমান হাফিজ হাসপাতালে মারা গেছেন। হাফিজ রক্ত সল্পতা জনিত কারণে অসুস্থ্য হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন কারাগারের চিকিৎসক এএসএম সায়েম। কারা কর্তৃপক্ষ জানায় ১৭ই মে হাফিজ কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গেল ২৪শে এপ্রিল রাতে হাফিজকে গ্রেপ্তার করা হয়। পরে  জিজ্ঞাসাবাদ শেষে ২রা মে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এর পর থেকে সে কারাগারেই ছিল। হাফিজ নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি