ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাইজভান্ডার এলাকায় বহুতল ভবন নির্মাণ হচ্ছে বলে অভিযোগ

প্রকাশিত : ২১:০৯, ১৯ মে ২০১৬ | আপডেট: ২১:০৯, ১৯ মে ২০১৬

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রশাসনের ছত্রছায়ায় চট্ট্ধসঢ়;গ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার এলাকায় বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী সৈয়দ এরশাদ আহমদ। তিনি বলেন, প্রভাবশালী মহল আদালতের নির্দেশ অমান্য করে তার পৈত্রিক জায়গায় ভবন নির্মাণ করছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি