ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত : ১৩:২৩, ২০ মে ২০১৬ | আপডেট: ১৩:২৩, ২০ মে ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। বৃহস্পতিবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলীকান্দী গ্রামে ইউপি নির্বাচনে বিজয়ী সদস্য জয়নাল ও পরাজিত সদস্য কামাল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মোবাশ্বের নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় ৫ জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৭ জনকে আটক করা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি