ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম বন্দর দক্ষিন-পূর্ব এশিয়ার আঞ্চলিক বন্দর হিসাবে গড়ে উঠতে পারেঃ হর্ষ বর্ধন শ্রিংলা

প্রকাশিত : ১৫:৪৩, ২০ মে ২০১৬ | আপডেট: ১৫:৪৩, ২০ মে ২০১৬

ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম বন্দর দক্ষিন-পূর্ব এশিয়ার আঞ্চলিক বন্দর হিসাবে গড়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যে পণ্য সরবরাহের জন্য চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট হিসাবে ব্যবহার করতে চায় ভারত। বাংলাদেশ-ভারতের ব্যবসা বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভারতের হাইকমিশনারের সাথে মত বিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি। এতে অংশ নেন চট্টগ্রামের শিল্পপতি, ব্যবসায়ী, বন্দর ও কাস্টমসের কর্মকর্তাসহ ভারতীয় হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় সভায় চট্টগ্রামের শিল্পপতি-ব্যবসায়ীরা ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রফতানীর ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও ভিসার জটিলতা তুলে ধরেন। এসময় আমদানী-রফতানী প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ভারতকে বন্ধুত্বসুলভ মনোভাব দেখানোর আহবান জানান ব্যবসায়ীরা। বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে মন্তব্য করে মিয়ানমার-বাংলাদেশ হয়ে ভারত পর্যন্ত পাইপলাইন স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন ভারতীয় হাইকমিশনার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি