ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বিশ্বের ৮০টি দেশের বহুমাত্রিক চিত্রকর্ম নিয়ে রাজধানীতে চলছে ‘ঢাকা আর্ট সামিট’

প্রকাশিত : ২২:০৩, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:০৩, ৬ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বের ৮০টি দেশের নানা ভাষা-ভাষী মানুষের বহুমাত্রিক চিত্রকর্ম নিয়ে রাজধানীতে চলছে ‘ঢাকা আর্ট সামিট’ এর তৃতীয় আসর। চার দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন শনিবারও ছিল দর্শনার্থীদের ভীড়। এই আয়োজনে রয়েছে ১৭টি প্রদর্শনী। দক্ষিণ এশিয়ায় শিল্পকলার সর্ববৃহৎ ও বিশ্বমানের এই প্রদর্শনী বাংলাদেশের শিল্পীদের অংশ নেয়ার বড় প্লাটফর্ম বলে মনে করছেন আয়োজকরা। dhaka art summitস্থানীয় এবং আন্তর্জাতিকমানের শিল্পকর্ম নিয়ে, ঢাকা আর্ট সামিটের এই আয়োজন। সম্মেলন বা প্রদশর্নী- কোনটাই না হয়ে সবকিছুর মিশ্রনে এই আয়োজন পেয়েছে নিজস্ব মডেলের স্বকীয়তা। আর, একারণেই, প্রথম দিন বাজিমাত করার মতই, দ্বিতীয় দিনেও শিল্পকলার জাতীয় নাট্যশালার ভবন জুড়ে দর্শনার্থীদের এমন ভীড়। প্রদশর্নীতে স্থান পেয়েছে দেশী-বিদেশী অনেক দুর্লভ শিল্প ও চিত্রকর্ম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরতে, স্থির চিত্র, ভিডিওগ্রাফী, অ্যানিমেশনসহ নানান আয়োজনে বহুমাত্রিকতা পেয়েছে এই প্রদর্শনী। একইসঙ্গে বাংলাদেশী স্থপতিদের বিশ্ব আসরে পরিচিত করানোর লক্ষ্যে, ১৭ জন বিশিষ্ট স্থপতির মডেলও স্থান পেয়েছে এই আসরে। আয়োজনটি বাংলাদেশ ও দেশের শিল্পীদের তুলে ধরার বড় সুযোগ বলে মনে করছেন আয়োজকরা। এ’ধরণের আয়োজন দেশের শিল্প সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি দেশের তরুণ শিল্পীদের উজ্জীবিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি