ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

রিও অলিম্পিক গেমসের ভেন্যুর কাজ প্রায় শেষ পর্যায়ে

প্রকাশিত : ২০:৪০, ২০ মে ২০১৬ | আপডেট: ২০:৪০, ২০ মে ২০১৬

ব্রাজিলের রিও ডি জেনিরিও শহরে অনুষ্ঠেয় রিও অলিম্পিক গেমসের ভেন্যু অ্যাথলেটিক্স স্টেডিয়ামের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে শেষ মুহর্তের কাজ। এরই মধ্যে অ্যাথলেটরা ট্রাকে অনুশলীন শুরু করেছেন। অত্যাধুনিক এই ভেন্যুর নাম করা হয়েছে সাবেক ফিফা প্রধান জোয়াও হ্যাভেলাঞ্জের নামে। এর আগে এই ভেন্যুর ধারন ক্ষমতা ছিল ৪৫ হাজার। তবে, অলিম্পিক গেমসে সামনে রেখে ধারন ক্ষমতা ৬০ হাজারে উন্নীত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অ্যাথলেটিক্সের অধিকাংশ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। এছাড়া, উদ্বোধনী, সমাপনী ও ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি