ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ধর্ম ব্যবসায়ীরা ধর্মেও অপব্যাক্ষার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

প্রকাশিত : ২২:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০১৬

ulamaধর্ম ব্যবসায়ীরা ধর্মেও অপব্যাক্ষার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানান বঙ্গবন্ধু উলামা ফাউন্ডেশনের নেতারা। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু উলামা ফাউন্ডেশন আয়োজিত জঙ্গি তৎপরতা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে নাগরিক সমাজের করনীয় শীর্ষক সেমিনারে তারা এ কথা বলেন। সে সময় তারা আরো বলেন, যারা ধর্মীয় রাজনীতির আবরনে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা ও জঙ্গিতৎপরতা চালাচ্ছে তাদের প্রতিহত করা হবে। তারা বলেন, মাদক ছাত্র ও যুব সমাজকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে। আর কিছু স্বার্থান্বেশী মহল অতি মুনাফার লোভে যুব সমাজের মাঝে এই মাদক ছড়িয়ে দিচ্ছে বলে অভিমত তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি