ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছাড়ছে বিভিন্ন প্রজাতীয় মা মাছ

প্রকাশিত : ০৮:৪৫, ২১ মে ২০১৬ | আপডেট: ০৮:৪৫, ২১ মে ২০১৬

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছাড়ছে বিভিন্ন প্রজাতীয় মা মাছ। স্থানীয়রা জানান, মিঠা পানির  রুই, কাতলা, মৃগেলসহ ৯ প্রজাতির মা মাছ হালদা নদীর মদুনাঘাট, আমতুয়া, বাড়িয়াঘোনা, আজিমের ঘাট, কাগতিয়ার মুখ, গড়দুয়ারা, নয়াহাট, অংকুরিঘোনায় ডিম ছাড়ে।  এরই মধ্যে হাটহাজারী, রাউজানে হালদার প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ডিম সংগ্রহে নেমেছে কয়েক শ’ ডিম আহরণকারী। জেলা মৎস্য কর্মকর্তারা জানান, ডিমের পরিমাণ খুবই কম । সাধারণত বজ্রপাতসহ ভারি বর্ষণ এবং পাহাড় থেকে  ঢলের পানি  নেমে আসলে হালদায় ডিম ছাড়ে মাছ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি