ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিএনপি নেতা আসলাম সহ কয়েক জনের বিরুদ্ধে দেশবিরোধী ধ্বংসাত্মক পরিকল্পনার তথ্য

প্রকাশিত : ০৮:৪৮, ২১ মে ২০১৬ | আপডেট: ০৯:০৩, ২১ মে ২০১৬

বিএনপি নেতা আসলাম চৌধুরী একা নন, আরও কয়েক জনের বিরুদ্ধে দেশবিরোধী ধ্বংসাত্মক পরিকল্পনার তথ্য-প্রমান পেয়েছে গোয়েন্দারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, সময় মতো এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এদিকে, ইসরাইলি কানেকশনে গ্রেপ্তার আসলাম চৌধুরীকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেনদি এন সাফাদির যোগসাজশে শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র আর ধ্বংসাত্মক পরিকল্পনা নিয়ে এগুচ্ছিলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এসব নিয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমান রয়েছে। এ কারণেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসলামকে। শুধু বিএনপি’র এই রাঘব বোয়াল একা নন, আরও কয়েক জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্তের তথ্য পাওয়া গেছে বলেও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতে গত মার্চে আসলাম চৌধুরী ও সফাদি একাধিক বৈঠকে মিলিত হন। এরপর ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা গ্রেপ্তার হন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি