ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদ ও সাংসদকে গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন

প্রকাশিত : ১০:১২, ২১ মে ২০১৬ | আপডেট: ১০:১২, ২১ মে ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদ ও সাংসদ সেলিম ওসমানের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। পরে সাংসদ সেলিম ওসমানের কুশপুত্তলিকা দাহ করে তারা। এদিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। সেসমময় প্রবীন লেখক ও সাংবাদিক কামাল লোহানী বলেন, যারা অন্যায় অত্যাচার নির্যাতন করে তারা পার পায়না। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সেলিম ওসমানকে এর শাস্তি পেতেই হবে। এদিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি