ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অতঃপর আমি

প্রকাশিত : ১৯:০৫, ৩ জুলাই ২০১৩ | আপডেট: ১১:০৪, ২১ জুন ২০১৫

Ekushey Television Ltd.

otopor amiএকুশে টেলিভিশনে পাক্ষিকভাবে প্রতি শনিবার রাত ০৭ টা ৫০ মিনিটে পাক্ষিকভাবে প্রচারিত হবে সেলিব্রেটি টক-শো অতঃপর অমি। অনুষ্ঠানটি প্রযোজনা এবং উপস্থাপনা করেছেন মোহাসীনা রহমান।পৃথিবীতে প্রতিটি মানুষ আসে স্বাভাবিক নিয়মে। কিন্তু তারা তাদের কর্মের সৃষ্টিতে ত্যাগে মহিমায় জায়গা করে নেয় ইতিহাসের এক একটি অধ্যায়ে। শিল্পে সাহিত্যে কিংবা রাজনীতিতে হয়ে উঠেন আট দশ জনের স্বপ্নের তারকা। কেমন করে তারা সাধারন আমিকে ছাড়িয়ে হয়ে উঠেন এক একটি উজ্জল নক্ষত্র। এসব জানাতেই আয়োজন অতঃপর অমি। অনুষ্ঠনটিতে থাকছে গুনী মানুষের জীবন কর্ম সাধনা ত্যাগ ও দেশপ্রেম সর্ব সাধারনের সামনে তুলে ধরা। বিশেষ করে তরুন প্রজন্মকে প্রকৃত দেশ প্রেম ও জতীয়তাবোধ উদ্দিপ্ত করা। শনিবার রাত ০৭ টা ৫০ মিনিট
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি