ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা

প্রকাশিত : ১৫:৪১, ২২ মে ২০১৬ | আপডেট: ১৫:৪১, ২২ মে ২০১৬

Ekushey Television Ltd.

কোপা দেল রে’র ফাইনালে টানা তিনবার ইউরোপা লিগ জেতা সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়। স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় শিরোপা জিতে দারুণ ফর্মে রয়েছে লুইস এনরিখের শিষ্যরা। আর সেই ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচেও শিরোপা জিততে চায় কাতালনারা। তাই দলের পুরো শক্তি নিয়েই আজ মাঠে নামবে ডিফেন্ডিং বার্সা। আর পাঁচবার কোপা দেল রে’র শিরোপা জয়ী সেভিয়াও প্রতিপক্ষকে ছাড় দিয়ে কথা বলবে না। নিজেদের সেরাটা দিয়েই বার্সাকে হারিয়ে শিরোপা ধরে রাখতে চায় তারা। তবে, ইনজুরির কারণে দলে থাকছে না মিডফিল্ডার মাইকেল ও মার্কো এন্ড্রেওলি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি