ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গরীব অসহায় শিশুদের কল্যানে এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহবান বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত : ২৩:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০১৬

tofaelগরীব অসহায় শিশুদের কল্যানে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে রাজধানীর লেডিসক্লাব মিলনায়তনে লেডিস ক্লাব পরিচালিত কুসুম কলি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। কুসুম কলি স্কুলের মাধ্যমে ঢাকা লেডিস ক্লাব রাজধানীর সাড়ে ৩শ ছিন্নমূল শিশুদের অবৈতনিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ঢাকা লেডিসক্লাব।অনুষ্ঠানে ৮৫জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। বাণিজ্য মন্ত্রী ও বি জি এম ই সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা ছিন্নমূল শিশুদের কল্যানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি