ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সজড় দুর্ঘটনায় মুন্সিগঞ্জে ৪ ও গাজীপুরে ১জন নিহত

প্রকাশিত : ১৩:৫৫, ২৩ মে ২০১৬ | আপডেট: ১৩:৫৫, ২৩ মে ২০১৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রাক ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। এদিকে, গাজীপুরে মারা গেছেন আরো একজন। পুলিশ জানায়, ভোরে মুন্সীগঞ্জের মাওয়া থেকে আসা একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান নিমতলীর কলাবাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। আহত ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান আরো একজন। এদিকে, সকালে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের সালনায় ঢাকাগামী একটি ট্রাক এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি