ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বৃষ্টির পর আলোর স্বল্পতার কারণে ফ্রেঞ্চ ওপেনের খেলা বন্ধ

প্রকাশিত : ১২:৫১, ২৪ মে ২০১৬ | আপডেট: ১২:৫১, ২৪ মে ২০১৬

বৃষ্টির পর এবার আলোর স্বল্পতার কারণে ফ্রেঞ্চ ওপেনের খেলা বন্ধ করেছে কর্তৃপক্ষ। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে দ্বিতীয় বাছাই এন্ডি মারে ও রাদেক স্টেপানেকের খেলাটি বাতিল করা হয়েছে। এবার বৃষ্টি নয় আলোক স্বল্পতার কারণে বন্ধ করেছে তারা। এরআগে যত টুকু খেলা হয়েছে তাতে ২-১ সেটে পিছিয়ে ছিলেন দ্বিতীয় বাছাই মারে। প্রথম ২ সেট ৬-৩ ও ৬-৩ গেমে জিতে নেন রাদেক স্টেপানেক। তৃতীয় সেট ৬-০ গেমে জিতে ঘুরে দাড়ান মারে। এরপর চতুর্থ সেটে৪-২ গেমে এগিয়ে থাকা অবস্থায় খেলা বন্ধ মকরে দেয় কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি