ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আসন্ন বাজেটে তামাক ও তামাক পণ্যের ওপর করের পরিমান বাড়ানোর দাবী

প্রকাশিত : ১৭:১৪, ২৪ মে ২০১৬ | আপডেট: ১৭:১৪, ২৪ মে ২০১৬

জনস্বাস্থ্য রক্ষায়, আসন্ন ২০১৬-১৭ বাজেটে, তামাক ও তামাক পণ্যের ওপর করের পরিমান বাড়ানোর দাবী জানিয়েছেন তামাক বিরোধী কয়েকটি সংগঠন জাতীয় প্রেসক্লাবে, সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরে জানুয়ারীতে, সাউথ এশিয়ান স্পিকারর্স সামিটে, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশে তামাকের ব্যাবহার ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। সেটা, বাস্তবায়নেও আসন্ন বাজেটে, এর শুরু করা প্রয়োজন মত তাদের। উদ্যেগটি নিলে, এক দিকে যেমন সরকারের রাজস্ব আয় বাড়বে; পাশাপাশি ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের নানান রোগ ও জটিলতা কমবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি