ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের হিলি রেলস্টেশন নানা সমস্যায় জর্জরিত, হতাশ স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী

প্রকাশিত : ০৯:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ব্রিটিশ আমলে নির্মিত হলেও নানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের হিলি রেলস্টেশন। নির্মাণের পর থেকে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। লোকবল সংকটে ব্যাহত হচ্ছে যাত্রীসেবা। হিলি স্থলবন্দরে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও গুরুত্বপূর্ণ স্টেশনটির উন্নয়ন না হওয়ায় হতাশ স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। হিলি রেলস্টেশন দিয়ে প্রতিদিন অন্তত ১৬টি ট্রেন চলাচল করলেও জনবল সংকটের কারণে যাত্রাবিরতি নেই কোনো আন্তঃনগর ট্রেনের। মেইল ট্রেনগুলোও থামে না বেশিরভাগ। নিরাপত্তার অজুহাতে দুই বছর ধরে রাতে যাত্রাবিরতি নেই কোনো টে্েরনর। নির্মাণের পর থেকে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় দুর্ভোগের সীমা নেই যাত্রীদের। জনবল সংকটসহ নানা সমস্যার কথা জানালেন স্টেশন মাস্টারও। হিলি স্থলবন্দর থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও রেলস্টেশনটির উন্নয়ন না হওয়ায় হতাশ স্থানীয় জনপ্রতিনিধিও। সকল ট্রেনের যাত্রাবিরতিসহ স্টেশনটির অবকাঠামোগত উন্নয়নের দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি