ইরাকে চলমান লড়াইয়ে হুমকির মুখে পড়েছে ১০ হাজারেরও বেশি পরিবার
প্রকাশিত : ১০:৫৬, ২৫ মে ২০১৬ | আপডেট: ১০:৫৬, ২৫ মে ২০১৬
ইরাকের ফাল্লুজা শহরে চলমান লড়াইয়ে হুমকির মুখে পড়েছে ১০ হাজারেরও বেশি পরিবারের জীবন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
সংস্থাটি জানায়, এখনও আইএসের হাতে বন্দি হয়ে আছে শহরটির হাজার হাজার বাসিন্দা। সরকারি বাহিনীর অভিযান শুরু হলেও তারা নিরাপদ স্থানে সরে যেতে পারেনি। এ পরিস্থিতিতে শহরটি আইএস মুক্ত করতে হলে বেসামরিক নাগরিকদের কঠিন মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। গেল সোমবার আইএসের হাত থেকে শহরটি পুনঃদখলে নিতে অভিযান শুরু করে সরকারি বাহিনী। এখন পর্যন্ত শহরটির উত্তর-পূর্বাঞ্চলের গার্মা নামের এলাকা দখলে নিয়েছে সরকারি বাহিনী।
আরও পড়ুন