ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পঞ্চম দফায় ২৮ মে জয়পুরহাটের ৫ ইউনিয়নে ভোট হবে

প্রকাশিত : ১১:১৩, ২৫ মে ২০১৬ | আপডেট: ১১:১৩, ২৫ মে ২০১৬

পঞ্চম দফায় ২৮ মে জয়পুরহাটের কালাই উপজেলার ৫ ইউনিয়নে ভোট হবে। নির্বাচন ঘিরে ইউনিয়গুলোতে উৎসবের আমেজ। গরম আর বৃষ্টির বাধা উপেক্ষা করেই চলছে গণসংযোগ। প্রার্থীরা নানা প্রতিশ্র“তি দিলেও যোগ্য প্রতিনিধিকেই বেছে নেয়ার কথা বলছেন ভোটাররা। জয়পুরহাটের কালাই উপজেলার ৫ ইউনিয়নে এবার আওয়ামী লীগ, বিএনপি ও জাসদসহ স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচন ঘিরে প্রতি ইউনিয়নে প্রার্থীরা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সকাল থেকে রাত পর্যন্ত। চেয়ারম্যান পদে সব প্রার্থীই জয়ের আশা করলেও মূলত লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তারপরও বসে নেই অন্য প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। আর ভোটাররা বরাবরের মতই খুজছেন সৎ ও যোগ্য প্রার্থী। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোটের দিন উৎসবমুখর পরিবেশে আশা করছেন ভোটাররা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি