ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বুধবার মোংলা বন্দর পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৩ এপ্রিল ২০১৮

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল বুধবার মোংলা বন্দর পরির্দশনে যাচ্ছেন। এসময় তিনি কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বন্দরের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর ফারুক হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে দুটি প্রকল্পের উদ্ধোধন ও আরও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় ফিনল্যান্ড থেকে ক্রয় করা বন্দরে তেল অপসারণকারী জাহাজ পশুর-১, পশুর নদী থেকে রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্পের ছয় কিলোমিটার ড্রেজিং প্রকল্পের উদ্ধোধন এবং বন্দরের ৩ ও ৪ নং জেটি নির্মাণ কাজের ভিত্তি বসাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

পরে রাষ্ট্রপতি রাত ৮টা ১০ মিনিটে মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। পরদিন বৃহস্পতিবার তার সুন্দরবন ভ্রমণের কথা রয়েছে।

প্রসঙ্গত, ১ ডিসেম্বর বন্দর প্রতিষ্ঠাবার্ষিকীর দিবস পালিত হলেও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে তা পিছিয়ে ৪ এপ্রিলে আনা হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি