ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় পাবনায় নিহত ১, মুন্সিগঞ্জে আহত ১৫

প্রকাশিত : ১৮:৩৯, ২৫ মে ২০১৬ | আপডেট: ১৯:৫১, ২৫ মে ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় পাবনায় ১জন নিহত ও মুন্সীগঞ্জে ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানান, পাবনার সাদুল্লাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস মুন্সীর সমর্থক আবুলকে সন্ত্রাসীরা কুপিয়ে পালিয়ে যায়। পরে আবুলকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এদিকে গণসংযোগের সময় ঝিনাইদহের চাঁদপুর ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি