ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় কবি কাজী ইসলামের জন্ম বার্ষিকীর অনুষ্ঠান

প্রকাশিত : ১৮:৩১, ২৫ মে ২০১৬ | আপডেট: ১৮:৩১, ২৫ মে ২০১৬

শোষন-বঞ্চনা, দারিদ্র্য ও ধর্মন্ধতামুক্ত অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার আহবান জানানোর মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় কবি কাজী ইসলামের ১১৭তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান। আউটার স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে তিনদিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের বার্তা পড়ে শোনানো হয়। কবির পরিবারে পক্ষ থেকে নজরুল চর্চায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানানো হয়েছে। জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নজরুল আজীবন ধর্মন্ধতা,সাম্প্রদায়িকতা আর মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। দেশে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য আজ হুমকির মুখে বলে উদ্বেগ প্রকাশ করা হয় মূল প্রবন্ধে। কবি পরিবারের সদস্যরা নজরুলের জন্ম দিন সরকারি ছুটি ঘোষনার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির আদর্শ ছড়িয়ে দেয়ার আহবান জানান। জাতীয় কবির আদর্শ অনুসরণ করে ধর্মন্ধতা-জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী। জাতীয় কবির চেতনা ছড়িয়ে দিতে নানা উদ্যোগের কথা জানান নগর মেয়র এবং জেলা প্রশাসক। অনুষ্ঠানে জাতীয় কবির গান ও কবিতা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিল্পকলা একাডেমীর শিল্পীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি