ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

দুর্নীতির কারণে জনগণ কাংখিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে: ইকবাল মাহমুদ

প্রকাশিত : ১১:৩৮, ২৬ মে ২০১৬ | আপডেট: ১১:৩৮, ২৬ মে ২০১৬

দুর্নীতির কারণে জনগণ কাংখিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামে জেলা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সেসময় তিনি আরো বলেন, দুর্নীতির কারণে কাংখিত লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না। দুর্নীতি কমানো গেলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।।
Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি