ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১, আহত ৫

প্রকাশিত : ১৭:২৬, ২৬ মে ২০১৬ | আপডেট: ১৭:২৬, ২৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

নেত্রকোণার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এদিকে রাঙামাটি ও পাবনায় খুন হয়েছেন ২ জন। পুলিশ জানায়, জমি নিয়ে নেত্রকোণার বারহাট্টার কৈলাটী গ্রামের শহীদ মিয়ার সঙ্গে একই গ্রামের বিরোধ দীর্ঘদিনের। এরি জেরে শহীদ মিয়া লোকজন নিয়ে জমিতে কাজ করতে গেলে চন্দন ও তার লোকজন হামলা চালায়। কুপিয়ে গুরুতর আহত করে শহীদ মিয়াকে। সেসময় আহত হন ৫ জন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান শহীদ মিয়া। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে ব্যবসায়ীক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সেগুনবাগান এলাকায় তোফাজ্জল হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পাবনার সাঁথিয়ায় জালাল উদ্দিন নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি