ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপনে, নিন্দা ও উদ্বেগ জাপান, যুক্তরাষ্ট্র ও মিত্রদের

প্রকাশিত : ১০:২৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দূরপাল্লার রকেটের সফল উৎক্ষেপন করেছে উত্তর কোরিয়া। পিয়ং ইয়ংয়ের এই দাবির পরপরই জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রকেট উৎক্ষেপনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপানসহ মিত্ররা। এদিকে, পিয়ং ইয়ং একে স্যাটেলাইট বলে দাবি করলেও, এটি দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। পূর্বসূরি কিম জং ইলের কর্মকাণ্ডের সব ধারাবাহিকতাই রেখেছেন ছেলে উন। সামরিক উর্দির ভেতরে বাইরে পশ্চিমা নীতির ঘোর বিরোধী এই শাসক এবার দেখালেন আরেক চমক। দূরপাল্লার রকেট উৎক্ষেপন করে দক্ষিন কোরিয়া ও জাপানের শঙ্কা আরও বাড়িয়ে দিলেন। সফল উৎক্ষেপনের দাবি করে রাষ্ট্রীয় টেলিভিশনে পিয়ং ইয়ংয়ের দাবি হলো, পৃথিবীর কক্ষপথ পর্যবেক্ষনের জন্যই পাঠানো হয়েছে স্যাটেলাইটটি। ভবিষ্যতে এমন আরো উপগ্রহ পাঠানো হবে। তবে এটিকে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র দাবি করে, ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিন কোরিয়া। এ উৎক্ষেপন সফল হয়েছে কি-না, তা-ও খতিয়ে দেখছে তারা। জাপান জানিয়েছে, এ ধরণের কর্মকান্ড কিছুতেই মেনে নেয়া যায় না। দক্ষিন কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, যে কোন বিপদে তাদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া, রকেট উৎক্ষেপনের ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওদিকে, উত্তর কোরিয়ার মিত্র হিসেবে পরিচিত চীন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি