ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সোনালী ব্যাংক থেকে ডলার চুরির সঙ্গে রিজার্ভ চুরির সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ

প্রকাশিত : ১৯:৫৫, ২৬ মে ২০১৬ | আপডেট: ১৯:৫৫, ২৬ মে ২০১৬

তিন বছর আগে সুইফটের আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে সোনালী ব্যাংক থেকে আড়াই লাখ ডলার চুরির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক রিজার্ভ চুরির সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। তবে, তুরস্কে পাচার হওয়া এ টাকা আদায়তো দূরের কথা, জড়িতদের ব্যাপারে কিছুই করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। এতোদিন গোপন রাখা এ খবর সম্প্রতি ফাঁস হয়েছে রায়টার্সের প্রতিবেদনে। ২০১২ সালে সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্র“পের তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া, এর পরপর কিশোরগঞ্জ ও বগুড়ায় হয় ভল্ট ভেঙ্গে ব্যাংক ডাকাতি। এসব খবরের কারণে প্রায় তিন বছরে বহুবার খবরের শিরোনাম হয়েছে সোনালী ব্যাংক। এরপরও, পরের বছরই ব্যাংকটির সুইফট ম্যাসেজিং প্ল্যাটফরম ব্যবহার করে আড়াই লাখ মার্কিন ডলার চুরি হয়েছিলো, যা এতোদিন চেপেছিলো কর্তৃপক্ষ। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন প্রায় হিমঘরে চলে যাওয়া এ মামলাকে আবার নিয়ে এসেছে আলোচনায়। সোনালী ব্যাংক বলছে, এতোদিনেও কাউকে সানাক্ত করা সম্ভব হয়নি। আর মামলা করলে খাজনার চেয়ে বাজনাই পড়বে বেশি। এ ব্যাপারে এতোদিন অন্ধকারে ছিল গোয়েন্দারাও। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির পরই এ ঘটনার তদন্তে নামেন তারা। কোন কর্মকর্তা এ ঘটনায় জড়িত নয়, সোনালী ব্যাংক এমন দাবি করলেও, পুলিশ এখুনি কাউকে সন্দেহের উর্ধ্বে রাখতে নারাজ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি