ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

একাদশ শ্রেনীতে ভর্তির জন্য সময় এবং খরচ বাঁচাতে অনলাইন পদ্ধতি

প্রকাশিত : ২০:০৪, ২৬ মে ২০১৬ | আপডেট: ২০:০৪, ২৬ মে ২০১৬

একাদশ শ্রেনীতে ভর্তির জন্য অনলাইন আবেদনের প্রথম দিনেই শিক্ষার্থীদের পড়তে হয়েছে টেলিটকের এসএমএস ভোগান্তিতে। ফি জমা দিয়েও ফরম পূরণে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কর্তৃপক্ষ বলছে, আবেদনকারীদের সময় এবং খরচ বাঁচাতে অনলাইন পদ্ধতি কার্যকর করা হয়েছে। আবেদন প্রক্রিয়ায় প্রত্যেক শিক্ষার্থী পছন্দের ১০টি কলেজে আবেদন করতে পারবেন। এসএসসি ও সমমান পরীক্ষা শেষে এখন ভালো কলেজে ভর্তিযুদ্ধে অবতীর্ণ শিক্ষার্থীরা। তবে অনলাইন আবেদন পূরণ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। ফি জমা দেওয়ার তিন ঘন্টা পর আসছে নিশ্চিতকরণ বার্তা। এরপরও ফরম পূরণে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। ভালো কলেজে প্রতিযোগিতা বেশি হলেও মেধা যাচাইয়ে অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়াটি সহজ বলে মনে করছেন শিক্ষকরা। ভর্তির আবেদন অনলাইনে করার সুবিধা ব্যাখ্যা করে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রক্রিয়াটিতে খরচ ও সময় বাঁচবে। ভর্তির অনলাইন আবেদনের শেষ সময় ৯ জুন। আর মেধা অনুযায়ী কলেজ ভর্তির ফল জানা যাবে
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি