ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এলাকা থেকে ৩০ জেলে অপহরন

প্রকাশিত : ১৪:১৪, ২৭ মে ২০১৬ | আপডেট: ১৪:১৪, ২৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া, মরা পশুর ও নন্দবালা এলাকা থেকে ৩০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। ফিরে আসা জেলেরা জানিয়েছেন, সুন্দরবনের ওই সব এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে ৩০টি দেশী নৌকা থেকে জেলেদের অপহরণ করে দস্যুরা। পরে অপহৃত জেলেদের ছাড়িয়ে নিতে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে দস্যু প্রধান সাগর। অপহৃত জেলেদের উদ্ধারে এরইমধ্যে অভিযান শুরু করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করে জেলেরা পশুর নদীতে রেনু বা বাগদার পোনা আহরণ করছিল বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি