ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রোজার আগেই ১ হাজার ৫শ মেট্রিকটন অস্ট্রেলিয়ার ছোলা আমদানি টিসিবির

প্রকাশিত : ১৩:১২, ২৮ মে ২০১৬ | আপডেট: ১৩:১২, ২৮ মে ২০১৬

রোজার আগেই দেড় হাজার মেট্রিকটন অস্ট্রেলিয়ার ছোলা আমদানি করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ-টিসিবি। রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য ছোলাগুলো দ্রুত বন্দরে পৌঁছাতে বাল্ক কার্গো বা খোলা জাহাজের পরিবর্তে কনটেইনারে ভরে নিয়ে আসা হয়েছে। ছোলার চালান এরিমধ্যে পৌঁছে গেছে চট্টগ্রাম বন্দরে। এখন চলছে খালাস। বৃহস্পতিবার থেকেই নগরীর পতেঙ্গার ইনকনট্রেন্ড কনটেইনার ডিপোতে টিসিবির ছোলা খালাস হচ্ছে। প্রতিদিন ৩৫-৪০টি ট্রাকে ছোলা বোঝাই করে পাঠিয়ে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে থাকা টিসিবির গুদামে। আজকের মধ্যে সব ছোলা খালাসের লক্ষ্য রেখে নিরলস পরিশ্রম করছেন টিসিবির কর্মকর্তারা। অগ্রাধিকার ভিত্তিতে টিসিবির ছোলা খালাস ও পরিবহনে বিশেষ ব্যবস্থা নিশ্চিত করেছে বন্দর-কাস্টমসহ সংশ্লিষ্ট প্রশাসন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি