ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পালিত হয়েছে বিশ্ব পিরিয়ড সচেতনতা দিবস

প্রকাশিত : ১৮:০৬, ২৮ মে ২০১৬ | আপডেট: ১৮:০৬, ২৮ মে ২০১৬

পিরিয়ড সংক্রান্ত অজ্ঞতা নিরসনে বিশ্বের অন্যান্ন দেশের মতো বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব পিরিয়ড সচেতনতা দিবস। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এ আইএফএমএসএ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন, আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সেহরীন এফ সিদ্দীকা, আদ-দ্বীন মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সামিনা চৌধুরী জেডএইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ শাইখ জিন্নাত আরা নাসরিনসহ আরো অনেকে। সেসময়, মেয়েদের পিরিয়ড সংক্রান্ত বিভিন্ন কুসংস্কার, নিষেধাজ্ঞা এবং নারী কিশোরীদের এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি