ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

৫ম দফা নির্বাচনেও বড় ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগ

প্রকাশিত : ১৩:১৪, ২৯ মে ২০১৬ | আপডেট: ১৩:১৪, ২৯ মে ২০১৬

পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সবশেষ ফলাফল অনুযায়ি বড় ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগ। পঞ্চম দফায় ৭শ ১৭ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ৪শ ২৭টিতে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ৬৭টি; আর অন্যান্যরা বিজয়ী হয়েছেন ১শ ৬৩টি ইউনিয়নে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের কারণে ফলাফল ঘোষণা স্থগিত করা হয় কয়েকটি কেন্দ্রে। এছাড়াও ভোট কাটচুপি ও ব্যালট ছিনতাইয়েরও অভিযোগ রয়েছে কয়েকটি জায়গায়। বেসরকারী ভাবে ফলাফল ঘোষনার পর উল্লাস করেন বিজয়ী দলের সমর্থকেরা। পঞ্চম দফা এবারের নির্বাচন অনুর্ষ্ঠিত হয় ৭১৭টি ইউনিয়ন পরিষদে। পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা বিভাগে মোট ১৯২টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীতি প্রর্থীরা জয়ী হয়েছেন ১২২ টিতে। পক্ষান্তরে বিএনপি মনোনীতি ধানের শীষ প্রার্থীরা জিতেছেন ৯টি ইউনিয়ন পরিষদে। বাকী ৫৫টি ইউনিয়নে জিতেছে অন্যান্য প্রার্থীরা। চট্টগ্রাম মোট ১৭৭টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতিক জিতেছে ১২৩টিতে, বিএনপি জিতেছে ৬টিতে এবং অন্যান্য প্রার্থীরা জিতেছে ২০টি ইউনিয়নে। রাজশাহী বিভাগে ১২৬টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছে ৯৩াট ইউনিয়নে। বিএনপি ১২ এবং অন্যান্য প্রার্থীরা জিতেছে ১৬টি ইউনিয়নে। রংপুর বিভাগেও নৌকা প্রতীকের জয় অব্যাহত রয়েছে। এখানে মোট ৯৩ ইউনিয়নের মধ্যে নৌকা প্রতিক পেয়েছে ৩৩টি। বিএনপি ১৭ এবং অন্যান্য প্রার্থীরা জিতেছে ৩৯টি ইউনিয়নে। সিলেট বিভাগে ৮১ ইউনিয়নের মধ্যে আওয়ামী মনোনীতি প্রার্থীরা জয়ী হয়েছেন ৩৭ টিতে, বিএনপি ১৩ এবং অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছে ৩১ টি ইউনিয়নে। খুলনা বিভাগেও ভোটের চিত্র একই রকম। এখানেও নৌকা প্রতিকের জয়জয়কার। ৫৩ ইউনিয়নের বিপরীতে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছে  ২৮টিতে। সেখানে বিএনপি পেয়েছে মাত্র ৭টি। বাকী ১৭টি ইউনিয়নে জয়লাভ করে অন্যান্য প্রার্থীরা। বরিশালে ২টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ জিতেছে ১টিতে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি