ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তরুণ সমাজ পরিবারের দায়িত্বহীনতার কারনেই মাদকাসক্ত হচ্ছেঃ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭:৪৯, ২৯ মে ২০১৬ | আপডেট: ১৭:৪৯, ২৯ মে ২০১৬

পরিবারের দায়িত্বহীনতার কারনেই তরুণ সমাজ মাদকাসক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী মোহম্মদ নাসিম। রোববার বিকেলে সিরডাপ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন উপলক্ষে প্রজ্ঞা আয়োজিত তামাক নিয়ন্ত্রন সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী একথা কলেন। এসময় ২০৪০ সালের মধ্যে ধুমপান মুক্ত বাংলাদেশ গড়ায় বর্তমান সরকার ণীতিমালা বাস্তবায়নে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার আট জন সাংবাদিককে তামাক বিরোধী সংবাদ প্রচারের জন্য দেয়া হয় টোবাকো কন্ট্রোল জার্নালিষ্ট এ্যাওয়ার্ড। ৩১শে মে ‘প্লেইন প্যাকেজিং- তামাক নিয়ন্ত্রনে আগামী দিন’ প্রতিপাদ্য বিষয়ে পালিত হবে বিশ্ব তামাকমুক্ত দিবস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি