ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ওবামার কারণে যুক্তরাষ্ট্রের অধপতন হচ্ছে মন্তব্য ট্রাম্পের

প্রকাশিত : ১৪:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কারণে যুক্তরাষ্ট্রের অধপতন হচ্ছে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীদের এক বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ওবামার স্বাস্থনীতিরও সমালোচনা করেন অপর প্রাথী টেড ক্রজ। বির্তকে আইওয়া অঙ্গরাজ্যের ভোটে ৩য় অবস্থানে থাকা নবীন প্রাথী মার্কো রুবিওকে প্রশ্নবিদ্ধ করেন বেশিরভাগ প্রার্থী। তার প্র্রেসিডেন্ট পদপার্থীতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বির্তকে উত্তর কোরিয়ার রকেট পাঠানোর বিষয় নিয়ে সমালোচনা করেন জেব বুশ। জন কেসিচ ট্রাম্পকে অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়ার বক্তব্যের নিন্দা জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি