ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘ মিশনে বাংলাদেশী সদস্যরা সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছেন

প্রকাশিত : ১৯:১৬, ২৯ মে ২০১৬ | আপডেট: ১৯:১৬, ২৯ মে ২০১৬

বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘ মিশনে বাংলাদেশী সদস্যরা সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছেন মন্তব্য করে তা ধরে রাখার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। ১৯৮৮ সালে প্রথমবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে বিভিন্ন বাহিনী থেকে সদস্য পাঠানো শুরু হয়। এখন পর্যন্ত ৪০ টি দেশের ৫৪ টি মিশন সম্পন্ন করেছেন বাংলাদেশী শান্তিরক্ষী সদস্যরা। বর্তমানে ১৩ টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ যাবৎ ১’শ ৩০জন বাংলাদেশী সদস্য বিভিন্ন দেশের শান্তিরক্ষা সংগ্রামে শহীদ হয়েছেন। ২০০২ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই দিনকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালনের ঘোষনা দেয়া হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে নিহত সদস্যদের পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা দেন রাষ্ট্রপতি। এছাড়া আহত শান্তিরক্ষী সদস্যদের কয়েকজনকেও সম্মাননা দেয়া হয়। এরপর, রাষ্ট্রপতি তার ভাষনে বলেন, বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যরা যে সুনাম অর্জন করেছেন তা ধরে রাখতে হবে। বিশ্বশান্তি রক্ষায় বিশ্বের যেকোন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশী বাহিনীর সদস্যরা প্রস্তুত বলে জানান রাষ্ট্রপতি। পরে কয়েকটি দেশে নিয়োজিত বাংলাদেশী সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি