ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এসএ গেমসে আরেকটি রৌপ্য এনে দিলেন ফুলপতি

প্রকাশিত : ১৫:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬

১২তম এসএ গেমসে বাংলাদেশকে আরেকটি রৌপ্য পদক এনে দিলেন মহিলা ভারোত্তোলক ফুলপতি চাকমা। গেমসের তৃতীয় দিনে গৌহাটির ভোগেশ্বরী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জেতেন ফুলপতি চাকমা। ম্যাচে ৬৩ ও ক্লিন এন্ড জার্কে ৮১ মোট ১৪৪ কেজি তুলে দ্বিতীয় হন তিনি। এ বিভাগে (৮০ ও ১০৭) মোট ১৮৭ কেজি তুলে স্বর্ণ জেতেন স্বাগতিক ভারতের কমলা শ্রেষ্ঠ। আর (৬১ ও ৮১) মোট ১৪২ কেজি তুলে ব্রোঞ্জ পান শ্রীলঙ্কার উমেরিয়া মোহিদীন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি