ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কোয়ার্টার ফাইনালে উঠেছেন এন্ডি মারে এবং রিচার্ড গাসকুয়েট

প্রকাশিত : ১৬:৪২, ৩০ মে ২০১৬ | আপডেট: ১৬:৪২, ৩০ মে ২০১৬

দ্বিতীয় বাছাই এন্ডি মারে এবং রিচার্ড গাসকুয়েট ফেঞ্চ ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। প্যারিসে ১৫তম বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনারের বিপক্ষে প্রথম সেট জিততে বেশ কষ্ট করতে হয় এন্ডি মারেকে। টাইব্রেকারে ৭-৬ গেমে সেট জিতেন ইংল্যান্ডের মারে। এরপর অবশ্য আর কোন প্রতিদোন্দিতাই করতে পারেনি ইসনার। দ্বিতীয় সেট ৬-৪ এবং তৃতীয় সেট ৬-৩ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন এন্ডি মারে। এদিকে অপর ম্যাচে পঞ্চম বাছাই জাপানের কেই নিশিকোরিকে ৬-৪, ৬-২, ৪-৬ ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নবম বাছাই ফ্রান্সের রিচার্ড গাসকুয়েট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি