‘৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটার জন্য মহাসমাবেশ হবে’
প্রকাশিত : ১৮:০২, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:০২, ১৭ এপ্রিল ২০১৮
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি জানান, ওই মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩০ শতাংশ কোটা বহালের দাবি জানানো হবে।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকে গত ৮ এপ্রিল থেকে সারা দেশে ব্যাপক ছাত্র আন্দোলন হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না। সব নিয়োগ শতভাগ মেধার ভিত্তিতে সম্পন্ন হবে।
কেআই/টিকে
আরও পড়ুন