ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ার যুদ্ধ থেকে বাঁচতে ভূ-মধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবে নিহত ৪ হাজারেরও বেশি

প্রকাশিত : ১১:২৪, ৩১ মে ২০১৬ | আপডেট: ১১:২৫, ৩১ মে ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ার যুদ্ধ থেকে বাঁচতে ভূ-মধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভাগ্যাহত সেসব মানুষের স্মরণে সাগরেই ভাসানো হয়েছে ২শটি সমাধি সৌধ। তুরস্কের একটি এনজিও সমাধি সৌধগুলো তৈরি করে সাগরে ভাসিয়েছে। গুলি, বোমায় প্রতিদিনই মানুষের মৃত্যু। জীবন বাঁচাতে ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ছুটতে থাকেন সিরিয়ার মানুষ। ভয়াল সমুদ্র পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি। ডুবে যাওয়ার আগে ছেলের বিদায় আলিঙ্গনের স্মৃতিনিয়েই বেঁচে আছেন এই মা। আরেক বাবার আক্ষেপ সমুদ্রে ছেলেকে মরতে দেখার চেয়ে বোমা বা গুলিতে প্রান যাওয়াই অনেক ভালো ছিল। আয়লান কুর্দির মৃত্যু নাড়া দিয়েছিলো বিশ্ব সম্প্রদায়কে। আয়লানের নিথর দেহ উদ্ধার হলেও অনেক শিশুই সাগর জলে ভেসেছে। কেউ তার খোঁজও রাখেনি। সমাধিতে গিয়ে একটু চোখের জল ফেলার সুযোগ পায়নি তাদের পরিবার। নাম জানা,  না জানা এসব ভাগ্যহতদের শ্রদ্ধা জানাতে সাগরবুকেই সামধিক্ষেত্র। তবে দীর্ঘ সমুদ্রযাত্রার পর নানা জটিলতায় যেসব সিরীয় ইউরোপে গেছেন তারাও কি খুব ভালোভাবে বেঁচে আছেন? কারণ যুদ্ধভয়ে পালিয়ে বেড়ানো এসব মানুষকে নিয়ে কম টালবাহানা করেনি ইউরোপের দেশগুলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি