ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বায়েজিদ গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:৩২, ৩১ মে ২০১৬ | আপডেট: ১১:৩২, ৩১ মে ২০১৬

মুনিরীয়া যুব তাবলীগ কমিটির উদ্যোগে চট্টগ্রামের বায়েজিদ গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে মিলাদ এবং কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অন্যান্যের মধ্যে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ.হাসনি, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল উপস্থিত ছিলেন। কনফারেন্সে গাউছুল আজম রহমতুল্লাহি আলাইহির স্মরণে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি