ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাভারে ব্যাংক ডাকাতি ও হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদন্ড

প্রকাশিত : ১৫:৩২, ৩১ মে ২০১৬ | আপডেট: ১৫:৩২, ৩১ মে ২০১৬

সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। ঢাকা জেলা দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই রায় দেন। এতে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়। ডাকাতির ঐ ঘটনার সময় ৮ জনকে হত্যা করে ডাকাতরা। ব্যাংক ডাকাতির ঘটনায় বিচার শুরুর ২৮ কার্যদিবসের মাথায় আদালত এই রায় ঘোষণা করলেন। মঙ্গলবার সকালে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই আদেশ দিয়ে বলেছেন, এটি শুধু প্রকাশ্য দিনের আলোয় ডাকতি ছিল না, বরং এটা ছিল সুপরিকল্পিতভাবে আট বেসামরিক নাগরিককে ঠাণ্ডা মাথায় হত্যা। রায়ে সন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রায়ে বলা হয়েছে, চার জনকে ব্যাংক কার্যালয়ের মধ্যেই কোনো প্রকার উস্কানি বা প্রতিরোধ ছাড়া হত্যা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, মাহফুজুল ইসলাম ওরফে সুমন ওরফে জামিল, জসীমউদ্দিন, মিন্টু প্রধান ও পলাশ। এদের মধ্যে পলাশ পলাতক। আরেক আসাম উকিল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তিন বছর করে কারাদণ্ডাদেশ পেয়েছেন, আবদুল বাতেন, শাজাহান জমাদ্দার। খালাস পেয়েছেন, মোজাম্মেল হক ও বাবুল সরদার। রায়ে অসন্তোষ জানিয়েছে আসামী পক্ষ। এর আগে, গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতেই উঠে আসে, জঙ্গি অর্থায়নে তহবিল গঠনের জন্যই ছিলো এই ডাকাতি। গ্রেপ্তার ১০ আসামির মধ্যে জেএমবি সাত সদস্য দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। ২০১৫ সালের ২১ এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় হামলা চালায় ডাকাতরা। তাদের গুলি ও ছুরিকাঘাতে প্রাণ হারায় ব্যাংক ম্যানেজার ও কর্মচারীসহ আট জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি