ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দিনব্যাপী চাকরী মেলার আয়োজন করেছেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৫:৪৫, ৩১ মে ২০১৬ | আপডেট: ১৫:৪৫, ৩১ মে ২০১৬

তরুন শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশে সহায়তা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী চাকরী মেলার আয়োজন করেছেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব ক্যাম্পাসে ক্যারিয়ার গাইডেন্স এ্যান্ড প্লেসমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ৩৯ টি বহুজাতিক কোম্পানী। পেশা নির্বাচন, কর্মক্ষেত্র সম্পর্কে পুর্নাঙ্গ ধারনা এবং জীবনবৃত্তান্ত যাচাই বাছাইয়ের পর সাক্ষাতকারের ভিত্তিতে চাকরীর সুযোগ দিচ্ছে এসব প্রতিষ্ঠানগুলো। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ চৌধুরী। এছাড়াও উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি